ফরিদপুরের সদরপুর উপজেলার শিক্ষার্থীদের মাঝে ফাইজার করোনা টিকার উদ্বোধন । গতকাল রবিবার সকাল ৯টায় টিকার প্রথম ডোজের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্স চত্বরে উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওমর ফয়সলের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
এ সময় উপস্থিতি ছিলেন, সদরপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায়, উপজেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ রোজিনা সুলতানা লাইজু।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, উৎসবমুখর পরিবেশে গতকাল সকাল থেকে উপজেলার ২টি সরকারি ও ১টি বেসরকারি মোট ৩টি বিদ্যালয়ে প্রায় ২হাজার শিক্ষার্থীদের মাঝে ফাইজার টিকা প্রদান করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ২৫টি মাধ্যমিক ও ৫টি মাদ্রাসার প্রায় ১৪হাজার শিক্ষার্থীদের মাঝে এ টিকা প্রদান করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha