আজকের তারিখ : জুলাই ১৩, ২০২৫, ৯:৪৪ এ.এম || প্রকাশকাল : জানুয়ারী ৯, ২০২২, ৮:৩৭ পি.এম
যশাই ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আবু হোসেন খানকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

রাজবাড়ী জেলার পাংশায় রবিবার ৯ জানুয়ারী শিক্ষা কল্যাণ ট্রাস্টের সভায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন যশাই ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আবু হোসেন খান। আবু হোসেন খান যশাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ৫ম ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে যশাই ইউপির নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।রবিবার ট্রাস্টের সভায় ট্রাস্ট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
জানা যায়, পাংশার বিশ্বাস কমিউনিটি সেন্টারে রবিবার দুপুরে পাংশা ও কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের এক সভা অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সভাপতি ও আখরজানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে সভায় যশাই ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও যশাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোসেন খান, ট্রাস্টের সাবেক সভাপতি ও খাগজানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম নজরুল ইসলাম, আলহাজ্ব আমেনা খাতুন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শাহজাহান আলী, ধামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, গোপালপুর কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন ও কাজী আব্দুল মাজেদ একাডেমীর সহকারী শিক্ষক ফিরোজ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
উপস্থাপনা করেন ট্রাস্টের সাধারণ সম্পাদক ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম। সভায় ট্রাস্টের সাবেক সভাপতি রেজাউল আলম, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা খাতুন, মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফুরা খাতুন, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্তনা দাসসহ বিভিন্ন হাইস্কুলের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সভায় গঠনতন্ত্র মোতাবেক ট্রাস্টের নতুন কমিটি গঠনের লক্ষ্যে খাগজানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম নজরুল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনার, মৌকুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক ও নাদির হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনোদ কুমার বিশ্বাসকে নির্বাচন কমিশনার করে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়।
এছাড়া সভায় অসচ্ছল শিক্ষক-কর্মচারীদের আপদকালীন আর্থিক সহযোগিতা প্রদানসহ ট্রাস্টের সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পাংশায় রবিবার দুপুরে শিক্ষা কল্যাণ ট্রাস্টের সভা অনুষ্ঠিত হয়। সভায় যশাই ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আবু হোসেন খানকে ফুলেল শুভেচ্ছা জানায় শিক্ষক নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha