আজকের তারিখ : জুলাই ১৩, ২০২৫, ৩:২৮ এ.এম || প্রকাশকাল : জানুয়ারী ৮, ২০২২, ১১:৪৯ এ.এম
দৃষ্টি প্রতিবন্ধী ফাহিম ও ফারজানা দম্পতির জীবন চলছে ভিক্ষা করে

ফাহিম আহমেদ দৃষ্টি প্রতিবন্ধী, তার স্ত্রী মোসাম্মৎ ফারজানা দৃষ্টি প্রতিবন্ধী , তাদের সন্তান তানভীর চোখে ভালো দেখতে পান না। আর এই দৃষ্টি প্রতিবন্ধী পরিবার একসাথে রাস্তায় নেমেছেন মানুষের কাছে আর্থিক সাহায্য সহযোগিতা প্রত্যাশা করছেন বেঁচে থাকার জন্য সমাজের সর্বস্তরের মানুষের কাছে।
ফরিদপুর শহরের থানা মোড়ের সামনে ভিক্ষাবৃত্তি করতে দেখা যাচ্ছে এদের। ফাহিম নিজে উচ্চ মাধ্যমিক অব্দি লেখাপড়া করেছেন, বেসিক কম্পিউটার কমপ্লিট করেছেন। কিন্তু চোখের সমস্যার কারনে মাঝপথে লেখাপড়া শেষ হয়ে যায়। তার স্ত্রী ও একই সমস্যায় পড়েছেন চোখের সমস্যার কারনে পরবর্তীতে কোন সাহায্য সহযোগিতা না পেয়ে জীবনে জীবিকার প্রয়োজনে ভিক্ষাবৃত্তিতে নেমেছেন এই দম্পতি।
এরমধ্যে ফাহিম নেমে সরকার থেকে প্রতি মাসে ৭৫০ টাকা ভাতা ব্যবস্থা করলেও এই টাকা তাদের জন্য যথেষ্ট নয় । ফলশ্রুতিতে তাদের ভিক্ষাবৃত্তি করতে বাধ্য হচ্ছে। সচেতন মহল এই পরিবারকে বাঁচাতে সরকারের আশু হস্তক্ষেপ কামনা করছেন। একই সাথে ফরিদপুর জেলা প্রশাসন ও পুলিশ সুপার এর দৃষ্টি আকর্ষণ করছেন। বর্তমানে তারা পশ্চিম খাবাসপুর মাঝিপাড়া অবস্থান করছেন তার ফোন নম্বর ০১৮১৪৮৫১৪০১।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha