আজকের তারিখ : জানুয়ারী ১৮, ২০২৫, ১১:১৮ এ.এম || প্রকাশকাল : জানুয়ারী ২, ২০২২, ৮:৩৪ পি.এম
চাটমোহরে নতুন বছরে প্রায় ৫ লাখ বই বিতরণ
নতুন বছরের প্রথম দিন থেকেই পাবনার চাটমোহরে বই বিতরণ শুরু হয়েছে। উৎসব ছাড়াই শিক্ষার্থীরা হাতে পাচ্ছে নতুন বই। নতুন বছরের প্রথম দিন থেকেই নতুন বই হাতে পাচ্ছে চাটমোহরের দেড় লাখ শিক্ষার্থী।
করোনাকালে বই উৎসব না হলেও স্কুলে স্কুলে শিক্ষকেরা স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন বই। নতুন বছরে চাটমোহরে ৪ লাখ ৬৩ হাজার বই বিতরণ করা হচ্ছে। তবে প্রাক প্রাথমিকে এখনো বই আসেনি। এসেছে কেবল অনুশীলন খাতা। প্রাক প্রাথমিকে মোট শিক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৭০০ জন।
প্রাথমিক পর্যায়ে ২ লাখ ৯৬ হাজার২৫০টি,এবতেদায়ী পর্যায়ে ৪৩ হাজার ৮৩২টি,দাখিল পর্যায়ের ৮০ হাজার ২৮টি এবং মাধ্যমিক পর্যায়ের ২ লাখ ৪৩ হাজার ৭২৫টি বই বিতরণ করা হচ্ছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মোঃ মাহবুবুর রহমান বলেন,করোনার কারণে এবার বই উৎসব হয়নি। তবে স্বাস্থ্যবিধি মেনে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলী জানান,মাধ্যমিক পর্যায়ে বই উৎসব হয়নি। শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিন বই তুলে দেওয়ার মাধ্যমে বই বিতরণ শুরু হয়েছে,চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha