কুষ্টিয়ার কুমারখালীতে পরাজিত ইউপি সদস্য কাশেম গ্রুপের লোকজনের হামলায় অপর পরাজিত ইউপি সদস্য প্রার্থী ইসলাম সর্দারের ভাইসহ দুজন গুলিবিদ্ধ ও অপর একজন আহত হয়েছে।
সোমবার সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের চর জগন্নাথপুর গ্রামে এঘটনা ঘটে।
এলাকাবাসীরা জানান, একই এলাকার দুই পরাজিত ইউপি সদস্য প্রার্থীর স্বজনরা এ পরাজয় নিয়ে একে অপরকে দোষারপ করে। এ নিয়ে সকালে দু'গ্রুপের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়ায়। এসময় কাশেমের কর্মীরা ৫ রাউন্ড গুলি বর্ষন করলে হানিফ সর্দার ও তার ছেলে হোসেন আলী গুলিবিদ্ধ হন এবং মজিদ সর্দারের ছেলে আইয়ুব আলী আহত হন। আহত তিনজন কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, আহত অবস্থায় তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha