বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি পাংশা তথা রাজবাড়ীর কৃতি সন্তান মেজর জেনারেল এস.এম মতিউর রহমান,ওএসপি,এসইউপি,এএফডবিøউসি,পিএসসি লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পাওয়ায় তার জন্মস্থান পাংশার কসবামাজাইল ইউপির ভাতশালা গ্রামে এবং তার পিতার নামে প্রতিষ্ঠিত লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে আলোচনা, দোয়া ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার ২৯ ডিসেম্বর লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এবং ভাতশালা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পৃথক আলোচনা, দোয়া ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা যায়, মঙ্গলবার সকাল ১১টায় লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য বিশিষ্ট সমাজসেবী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য শাহ মো. আব্দুল মালেক, কেয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল ও মকবুল হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য দেন লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামির হোসেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওমর ফারুক। এছাড়া মঙ্গলবার যোহর নামাজের পর ভাতশালা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর সেনা সদরের এক আদেশে তাকে লেফটেন্যান্ট পদে পদোন্নতি প্রদান করা হয়। তিনি ২০১৮ সালের ২৭ আগস্ট ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার, চট্টগ্রাম হিসেবে যোগদান করেন।
এরআগে তিনি সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনীর ঐ্যাডজুটেন্ট জেনারেল পদে দায়িত্ব পালন করেন। তিনি যশোর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার ছিলেন। কৃতি সন্তান এস.এম মতিউর রহমানের জন্মস্থান রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউপির ভাতশালা গ্রামে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha