আজকের তারিখ : জুলাই ২২, ২০২৫, ১১:১০ পি.এম || প্রকাশকাল : ডিসেম্বর ২৮, ২০২১, ৮:৩০ পি.এম
পাংশায় পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে পোলিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ১০টি ইউপি নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৫ জানুয়ারী। এ লক্ষ্যে পাংশা উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে মঙ্গলবার ২৮ ডিসেম্বর দায়িত্বপ্রাপ্ত ৯৫০ জন পোলিং অফিসারের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে ১৬টি ব্যাচে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
পাংশা উপজেলা নির্বাচন অফিসার মোঃ আঃ আলীম জানান, রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার মোঃ মাসুদুর রহমানসহ চারজন রিটার্নিং কর্মকর্তা, ইটিআই’র সহকারী প্রোগ্রামার এবং রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলার নির্বাচন অফিসারগণ পাংশা উপজেলার বাহাদুরপুর, হাবাসপুর, যশাই, মাছপাড়া, বাবুপাড়া, মৌরাট, পাট্টা, কলিমহর, সরিষা ও কসবামাজাইল ইউপির নির্বাচনে ভোটগ্রহণকারী পোলিং অফিসারদের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha