আজকের তারিখ : জানুয়ারী ১৯, ২০২৫, ১১:৫৮ পি.এম || প্রকাশকাল : ডিসেম্বর ২৭, ২০২১, ৮:৫৯ পি.এম
সভাপতিঃ কবির, সাধারণ সম্পাদকঃ পিকুল
ফরিদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচন সোমবার ফরিদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বেলা একটা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। এই নির্বাচনে মোট ১৮টি পদের মধ্যে ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়। বাকি পাঁচটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কবিরুল ইসলাম সিদ্দিকী। তিনি পেয়েছেন ৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশিষ পোদ্দার বিমান পেয়েছেন ২৭ ভোট।
এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাহাবুবুল ইসলাম পিকুল। তিনি পেয়েছেন ৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মশিউর রহমান খোকন পেয়েছেন ৪৫ ভোট।
সহসভাপতি পদে বিজয়ী তিনজন হচ্ছেন শেখ ফয়েজ আহম্মেদ, সঞ্জিব দাস ও সাজ্জাদ হোসেন রনি।
সহসাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন শেখ মফিজুর রহমান শিপন।অর্থ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন শেখ মনির হোসেন।
এছাড়া দপ্তর সম্পাদক পদে আসাদুল হক (আসাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আবিদুর রহমান নিপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে জাহিদুল ইসলাম, তথ্যপ্রযুক্তি ও পাঠাগার সম্পাদক পদে মুইজ্জুর রহমান রবি ও ক্রীড়া সম্পাদক পদে মনির কুমার দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত ছয়জন হলেন: এস এম মাসুদুর রহমান তরুণ, সিরাজুল ইসলাম, এস এম জাহিদ, হাসানউজ্জামান, রুহুল আমীন ও নুরুল ইসলাম আনজু।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন শফিকুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন রেজাউল করিম ও শেখ সাইফুল ইসলাম ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha