আজকের তারিখ : জুলাই ১৮, ২০২৫, ৩:৫৯ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ১৯, ২০২১, ২:৩৭ পি.এম
মাগুরায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিজয় দিবস শোভাযাত্রায় কৃষক লীগ

মাগুরায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রা র্যালিতে বাংলাদেশ কৃষক লীগ মাগুরা জেলা শাখা অংশ গ্রহণ করে। শনিবার ১৮ ডিসেম্বর মাগুরা নোমানী ময়দান থেকে শুরু হয়ে ঢাকা রোড ও ভায়না মোড় হয় আতর আলী রোড হয়ে র্যালি শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মাগুরা ১ আসন সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা ২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট ডঃ শ্রী বীরেন শিকদার, জেলা পরিষদ চেয়ারম্যান বাবু পঙ্কজ কুমার কুন্ডু, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু নাসির বাবলু, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, মাগুরা জেলা কৃষক লীগের সভাপতি এ্যাডভোকেট মইনুল ইসলাম পলাশ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু, কৃষক লীগের পৌর আহবায়ক শেখ আহাম্মদ হোসেন বাবু, রাঘবদাইড় ইউনিয়ন সভাপতি মোঃ আইয়ুব হোসেন মোল্লা, রাঘবদাইড় ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোঃ আনছার আলী টিটু, সহ আওয়ামী লীগ ও কৃষক লীগের নেতা ও কর্মীবৃন্দগণ।
মাগুরা কৃষক লীগ সভাপতি এ্যাডভোকেট মোঃ মইনুল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু এর নেতৃত্বে ৫ শতাধিক নেতাকর্মী নিয়ে বিজয় শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha