আজকের তারিখ : এপ্রিল ১১, ২০২৫, ৪:১৮ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ৩০, ২০২০, ৫:৫৩ পি.এম
নড়াইলে আ’লীগের মনোনিত প্রার্থীসহ কয়েকজনের মনোনয়নপত্র দাখিল

৩য় ধাপে আগামী ৩০ জানুয়ারী নড়াইল ও কালিয়া পৌরসভার নির্বাচন। ৩০ ডিসেম্বর সকালে নড়াইল সদর পৌরসভায় আ.লীগের মনোনয়নপ্রাপ্ত আনজুমান আরা দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
এসময় তার সাথে ছিলেন জেলা আ.লীগের সভাপতি এড.সুবাস চদ্র বোস,সাধারন সম্পাদক নিজামউদ্দিন খান নিলু,জেলা জজ আদালতের পিপি এড.ইমদাদুল হক,জিপি এড.অচীন চক্রবর্তী প্রমুখ।
এ সময় কয়েকজন কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত আসনের মহিলা প্রার্থীও মনোনয়নপত্র জমা দেন। এদিকে কালিয়ায় আ.লীগের মনোনয়ন পাওয়া ওহিদুজ্জামান হীরা ৩০ ডিসেম্বর মনোনয়ন জমা না দিলেও বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র সাবেক স্বেছাসেবকলীগ আহবায়ক মুশফিকুর রহমান লিটন,আরেক বিদ্রোহী প্রার্থী কালিয়া উপজেলা আ. লীগের সহ-সভাপতি বি এম এমদাদুল হক টুলু মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,আগামী ৩০ জানুয়ারী এই দুই পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষদিন। ৩ জানুয়ারী মনোনয়ন বাছাই এবং ১১ জানুয়ারী প্রতীক বরাদ্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha