ফরিদপুরের আলফাডাঙ্গায় তিন দিনব্যাপী মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। বুধবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত তিন দিনব্যাপী এই সংকীর্তন অনুষ্ঠিত হয়। শনিবার অষ্টকালীন লীলা কীর্তন শেষে মহোৎসব অনুুুষ্ঠিত হবে।
জানা যায়, জেলার আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রামে অবস্থিত 'শ্রী শ্রী গিরিধারী সেবা অংগন'-এ এই মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের সকল জীবের শান্তি ও কল্যাণ কামনায় এই শ্রী শ্রী মহানাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়। ২৪ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন, অষ্টকালীন লীলা কীর্তন শেষে মহাপ্রভুর ভোগরাগ অন্তে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
কলিহত জীবনের হিংসা বিদ্বেষ সংঘাত নির্মূল পূর্বক ও শান্তি কল্পের আশায় অনুষ্ঠিত সংকীর্তনে গীতা পাঠ করা হয়। নামকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তনে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সকল বয়সের ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো।সংকীর্তন উপলক্ষে মন্দির কেন্দ্রিক মেলা বসে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha