ফরিদপুরের বোয়ালমারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ'লীগের মনোনীত প্রার্থীকে সমর্থন করে এক বিদ্রোহী প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকর্মীদের সামনে এই ঘোষণা দেন ওই বিদ্রোহী প্রার্থী। জানা যায়, উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পান ইউনিয়ন আ'লীগের সভাপতি মো. ওহাব মোল্যা তারা।
দলীয় মনোনয়ন বঞ্চিত আ'লীগের কর্মী এবং সাবেক ছাত্রলীগ নেতা মো. কামরুজ্জামান পনির স্বতন্ত্র প্রার্থী হিসেবে এতদিন নির্বাচনের মাঠে ছিলেন। শনিবার (১৮ ডিসেম্বর) গণমাধ্যমকর্মীদের সামনে আ'লীগের মনোনীত প্রার্থীকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ওই বিদ্রোহী প্রার্থী মো. কামরুজ্জামান পনির।
উপজেলার সদর ইউনিয়নের সোতাশী গ্রামে অবস্থিত নৌকার প্রার্থীর নির্বাচনী অফিসে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী সদর ইউনিয়নের আ'লীগের মনোনীত প্রার্থী আ. ওহাব মোল্যা তারা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদার, ফিরোজ আহমেদ, ছাত্রলীগ নেতা সজীব আহমেদ প্রমুখ।
এ সময় কামরুজ্জামান পনির বলেন, দল ওহাব মোল্যা তারাকে মূল্যায়ন করেছে। দলের একজন কর্মী আমি। আমি প্রার্থী থাকলে নৌকা বিজয়ী না-ও হতে পারে। এই উপলব্ধি থেকে নৌকাকে সমর্থন করে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। সেই সাথে নৌকার বিজয়ের জন্য আমি সর্বাত্মক সহযোগিতা করব।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha