কুষ্টিয়ার খোকসায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২১ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন এর আয়োজনে বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে মহান বিজয়ের সুবর্ণজয়ন্তীতে খোকসা থানা চত্বরে ৫০বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা শুরু হয়। ৮টা ৩০মিনিটে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। ৯টায় মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে বিজয় র্যালি বের হয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হয়ে খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
সকাল সাড়ে ৯ টায় খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদের চেয়ারম্যান কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও খোকসা উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ, ডিসপ্লে ও সালাম প্রদর্শন করা হয়। সালাম গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন। বেলা ১১টায় প্রীতি ফুটবল প্রতিযোগীতা খোকসা উপজেলা পরিষদ বনাম মুক্তিযোদ্ধা সংসদ। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান।
বেলা ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন । উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাবুল আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক,ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মনজের আলী।
বিকাল ৩টা ৪৫মিনিটে মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী ভাষণ সম্প্রচার ও শ্রবণ এবং ৪টায় সারাদেশের ন্যায় একযোগে সমবেত কন্ঠে জাতীয় সংগীত ও প্রধানমন্ত্রী কর্তৃক শপথ পরিচালনা অনুষ্ঠান অংশ নেয় উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ উদ্দিন ।
উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাবুল আখতার, খোকসা পৌর মেয়র তারিকুল ইসলাম,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক,ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মনজের আলী, উপজেলা বিভিন্ন স্তরের জনগণ।
সকাল সাড়ে ৮টায় উপজেলা সংসদ চত্বরে শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন, সংসদ সদস্যের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, খোকসা পৌরসভা চেয়ারম্যান প্রভাষক তারিকুল ইসলাম ।
এর পর থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ, খোকসা সরকারি কলেজ, খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয়, খোকসা প্রেসক্লাব, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা অফিসার্স ক্লাবসহ, বিভিন্ন অঙ্গ সংগঠন এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।