ফরিদপুরের বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে।
মহান বিজয় দিবস উপলক্ষে বোয়ালমারী থানা চত্বরে প্রত্যুষে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা শুরু হয়। এরপর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে উপজেলা পরিষদ চত্বর থেকে সরকারি কলেজ সংলগ্ন সমাধিস্থল পর্যন্ত বিজয় র্যালি এবং আটটায় মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের গণকবর জিয়ারত করা হয়।
এ সময় গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন উপজেলা আ'লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুলের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ, উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়ার নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিমের নেতৃত্বে উপজেলা প্রশাসন, পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন মিয়ার নেতৃত্বে বোয়ালমারী পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খালেদুর রহমানের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডিজিএম মো. সানোয়ার হোসেনের নেতৃত্বে বোয়ালমারী পল্লী বিদ্যুত সমিতি, আ'লীগের অন্যান্য সহযোগী সংগঠন, বিএনপি ও তার অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান।
পরে সকাল ৯টায় জর্জ একাডেমির খেলার মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ এবং পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, স্কাউটসসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী হয়। বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।
উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোয়ালমারী পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মোসান্মাৎ রেখা পারভীন এবং থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রহিমসহ সাংবাদিক, সুধী, জনপ্রতিনিধি ও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ১১টায় ছাত্র-ছাত্রী ও উপস্থিত সুধীজনের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, দুপুর বারোটায় উপজেলা অডিটোরিয়ামে সর্বস্তরের বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।