ফরিদপুরের বোয়ালমারীতে এক ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগের মনোনীত প্রার্থীকে সমর্থন করে আ’লীগের দুই বিদ্রোহী প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার ময়না ইউনিয়নে অনুষ্ঠিত এক বৈঠকে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে ওই দুই বিদ্রোহী প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
জানা যায়, উপজেলার ময়না ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান জেলা মৎস্যজীবীলীগের সদস্য পলাশ বিশ্বাস। দলীয় মনোনয়ন বঞ্চিত অপর তিন প্রার্থী উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মো. সেলিম, উপজেলা আ’লীগের সদস্য কামরুজ্জামান ও ইউনিয়ন আ’লীগের সদস্য মো. সাইফুজ্জামান জিন্নাহ বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচনি মাঠে ছিলেন।
সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ময়না ইউনিয়নের বর্নিরচর গ্রামে অনুষ্ঠিত এক বৈঠকে বিদ্রোহী প্রার্থী সাইফুজ্জামান জিন্নাহ নৌকা প্রতীকের পলাশ বিশ্বাসকে সমর্থন করে নিজে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া এবং সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, আনিচুজ্জামানসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এর আগেরদিন রবিবার আ’লীগের অপর বিদ্রোহী প্রার্থী উপজেলা আ’লীগের সদস্য কামরুজ্জামান নৌকা মার্কাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
প্রসঙ্গত দলীয় প্রার্থীর বিরুদ্ধে আ’লীগের পদে থেকে প্রার্থী হওয়ায় উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মো. সেলিম, উপজেলা আ’লীগের সদস্য কামরুজ্জামান এবং ইউনিয়ন আ’লীগের সদস্য সাইফুজ্জামান জিন্নাহকে ১ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের জন্য চিঠি দেয়া হয়। চিঠিতে ৬ ডিসেম্বরের মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করতে বলা হয়।
কিন্তু প্রত্যাহার না করায় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির অনুমতিক্রমে উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মো. সেলিম এবং উপজেলা আ’লীগের সদস্য কামরুজ্জামানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গত ২৫ নভেম্বর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভার সিদ্ধান্ত মোতাবেক তাদের চূড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির নিকট সুপারিশ করা হয়েছে।
প্রিন্ট