ফরিদপুরের নগরকান্দায় নব দম্পতির আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কিন্তু স্বামী মারা গেলেও ভাগ্যক্রমে বেঁচে গেছেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে সোমবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামে।
জানাগেছে ব্রাহ্মণডাঙ্গা গ্রামের আক্কাস মোল্যার ছেলে বাইজিদ মোল্যা (২০) ঢাকায় একটি কোম্পানিতে চাকুরী করে। দুই মাস আগে পরিবারের মতামতে বিয়ে করেন পাশ্ববর্তী মুকসুদপুর উপজেলার কৃঞ্চারদিয়া গ্রামের জাহাঙ্গীর তালুকদারের মেয়ে সোমা আক্তার (১৮)কে। বিয়ের পর থেকে ভালোই চলছিল সংসার। স্বামী কর্মস্থল ঢাকায় থাকতেন আর স্ত্রী থাকতেন বাড়ীতে।
বাইজিদের বাবা আক্কাস মোল্যা বলেন, বিয়ের পর থেকে দু’জন সুখেই ছিলো। বাইজিদ ঢাকায় থাকে আর বউ আমার বাড়ীতে থাকে। রবিবার রাতে দু’জনে মোবাইলে কথা বলেছে। আমাদের মনে হয়েছে দু’জনে ঝগড়া করছে। সোমবার সকালেও দু’জনে ঝগড়া করেছে। সকাল আনুমানিক ১০টার দিকে সোমা ঘরের নিজ রুমে আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। আমরা বিষয়টি টের পেয়ে সোমাকে উদ্ধার করে প্রথমে নগরকান্দা উপজেলা হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করাচ্ছি। এমন সময় সংবাদ আসে আমার ছেলে ঢাকায় ভাড়া বাসায় গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। বর্তমানে বাইজিদের লাশ ময়না তদন্তের জন্য মর্গে রয়েছে। মনে হচ্ছে দু’জন একই সময় আত্মহত্যা করার চেষ্টা করে।
থানা অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন, এ বিষয়ে আমাদের নিকট কোন তথ্য আসেনি। স্বামী যেহেতু ঢাকায় মারাগেছে সেহেতু ওর ময়না তদন্ত ঢাকায় হবে।
প্রিন্ট