আজকের তারিখ : এপ্রিল ১১, ২০২৫, ৪:১৯ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ২৮, ২০২০, ৬:০৮ পি.এম
আনন্দ অশ্রুতে সিক্ত হলেন নড়াইলের মেয়র প্রাথী আঞ্জুমান আরা

আসন্ন নড়াইল পৌরসভা নির্বাচনে মেয়র হিসাবে নারী নেত্রী আঞ্জুমান আরাকে নৌকার মাঝি হিসাবে মনোনয়ন দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন নেতাকর্মিরা। নড়াইলের আইভি রহমানখ্যাত মেয়র প্রাথী আঞ্জুমান আরার নড়াইলে আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ সোমবার মেয়র পদপ্রার্থী নারী নেত্রী আঞ্জুমান আরার নড়াইল আগমন উপলক্ষে জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে এ গণ সংবর্ধনা প্রদান উপলক্ষে মোটর সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়।
[caption id="attachment_1537" align="alignnone" width="1050"]
ফুল দিয়ে বরণ করলেন মেয়র প্রাথী আঞ্জুমান আরাকে।[/caption]
নড়াইলের সীমান্তবর্তী চাঁচড়া এলাকা থেকে তাকে জেলা মহিলা আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও ফুলের মালা পরিয়ে দেয়া হয়। এ সময় তিনি কান্নারত অবস্থায় নেতাকর্মীদের জড়িয়ে ধরে খুশিতে কান্নাকাটি করেন। নেতাকর্মীরাও আবেগ আপ্লিত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
পরে শোভাযাত্রাটি নড়াইল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়। পরে ঐ স্থানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও সাবেক জলা সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ ফজলুর রহমান জিন্নাহ, পৌর আওয়ামীলীগের সভাপতি মলয় কুমার কুন্ডু জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া ইউসুফ, সহ-সভাপতি গুলশান আরা, সাধারন সম্পাদক ইসমত আরা, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক বাবুল সাহা, স্বেচ্ছা সেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল,সাধারন সম্পাদক এস এম পলাশ, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম, সাধারন সম্পাদক রকিবুজ্জামান পলাশ,জাতীয় মহিলা সংস্থা ,নড়াইলের চেয়ারম্যান সালমা রহমান কবিতা,মহিলা আওয়ামীলীগ নেত্রী ও জেলা পরিষদের সদস্য নাজনীন সুলতানা রোজীসহ আওয়ামীলীগ,মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছা সেবকলীগ,যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মি,বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
[caption id="attachment_1539" align="alignnone" width="960"]
জনগণকে শুভেচ্ছা জানাচ্ছেন নৌকার মাঝি আঞ্জুমান আরা।[/caption]
আওয়ামীলীগের মেয়র প্রার্থী নারী নেত্রী আঞ্জুমান আরা আবেগ আপ্লুত হয়ে সবার প্রথমে গনতন্ত্রের মানসকন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন , তিনি আমাকে যোগ্য মনে করে নৌকার মাঝি করেছেন, আমি আপনাদের সহযোগীতায় নৌকাকে জিতিয়ে নিয়ে তার দেয়া এ সম্মান অক্ষরে অক্ষরে পালন করতে চাই, পৌরবাসীর সেবা করতে চাই।
[caption id="attachment_1540" align="alignnone" width="960"]
বক্তব্য রাখছেন মেয়র প্রাথী আঞ্জুমান আরা।[/caption]
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha