দেশে ফিরেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। আজ বিকেল ৫টা ৪ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর ফ্লাইটটি অবতরন করেন। দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৬ ফ্লাইটে তিনি ঢাকা ফিরেছেন।
বিমানবন্দরে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর একটি দায়িত্বশীল সূত্র তথ্যটি নিশ্চিত করেছে। মুরাদের বাংলাদেশি নম্বরে ফোন দেওয়ার পর সেটি রিং হয়। কিন্তু ওপাশ থেকে কেটে দেওয়া হয়। মুরাদকে বিমানবন্দরে স্বাগত জানাতে যাওয়া এক স্বজন গণমাধ্যমকে তাঁর দেশে ফিরে আসার তথ্য নিশ্চিত করেছেন। আনুষ্ঠানিকতা শেষে বের হতে কিছুটা সময় লাগবে বলে জানান সেই স্বজন।
বাংলাদেশ সময় সকাল পৌনে এগারোটায় ঢাকার উদ্দেশে রওনা দেওয়া ফ্লাইটে প্রথম শ্রেণির টিকিট কিনেছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। এর আগে আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাক করে এমন ওয়েবসাইটগুলোতে আজ বিকেল ৪টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইকে ৫৮৬ উড়োজাহাজটির অবতরণের কথা জানানো হয়।
গতকাল শনিবার জানা যায়, করোনাকালে কানাডা ভ্রমণের যথাযথ কাগজপত্র না থাকায় সে দেশে ঢোকার অনুমতি পাননি বিদায়ী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান। তিনি গতকাল পর্যন্ত কানাডায় ঢোকার চেষ্টা চালিয়েছেন। তাঁকে ঢুকতে দেওয়ার বিষয়ে একমাত্র সিদ্ধান্ত দেশটির ইমিগ্রেশন ও বর্ডার এজেন্সির বলে জানিয়েছেন ঢাকার কানাডিয়ান হাইকমিশনার।
ঢাকার বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনোই প্রেফনটেইন বলেন, এ বিষয়ে তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। তবে করোনাকালে ভ্রমণের বিষয়ে কিছু বিধিনিষেধ আছে, যা সে দেশের বৈধ ভিসা থাকা সব ভ্রমণকারীর জন্য প্রযোজ্য। তবে কোনো ব্যক্তির ভিসা নিয়ে সিদ্ধান্ত নিতে পারে কানাডার ইমিগ্রেশন ও বর্ডার এজেন্সি।
করোনা মহামারির কারণে যেকোনো ভিসায় কানাডা ভ্রমণের আগে বিশেষ অনুমতি নেওয়ার নিয়ম চালু আছে দেশটিতে। যেখানে করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্টসহ বেশ কিছু অনুমোদন প্রয়োজন হয়।
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, দেশের সংসদ সদস্যরা বাইরে গেলে সরকারি প্রটোকল পেয়ে থাকেন। তবে তার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে হয়। সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পক্ষ থেকে প্রটোকলের জন্য তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। তাই তাঁর বিষয়ে তাঁরা কিছুই জানেন না।
কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার খলিলুর রহমান বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ সরকারের কোনো দপ্তর মুরাদ হাসানের কানাডায় আসার বিষয়ে তাঁদের কিছুই জানায়নি। মুরাদও তাঁদের সঙ্গে যোগাযোগ করেননি। কানাডার ইমিগ্রেশনের খবরটি গণমাধ্যম থেকে তাঁরা জানতে পেরেছেন।
তবে কানাডার স্থানীয় বাংলা অনলাইন পোর্টাল নতুন দেশ ডটকম ও অন্যান্য গণমাধ্যমের খবরে গতকাল শনিবার জানানো হয়, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেওয়া হয়নি। টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত শুক্রবার তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
সাংবাদিক শওগাত আলী সাগর সম্পাদিত অনলাইন পোর্টালে বলা হয়, কানাডায় বসবাসরত তাঁর ঘনিষ্ঠ একাধিক সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছে। তবে কানাডার সরকারি সূত্র থেকে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। কানাডা বর্ডার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা যায়নি।
নারীর প্রতি অশোভন মন্তব্য করে বিতর্কিত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান গত মঙ্গলবার (৭ ডিসেম্বর) প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। গত বৃহস্পতিবার রাতে কানাডার উদ্দেশে তিনি কূটনৈতিক পাসপোর্টে ঢাকা ত্যাগ করেন। গতকাল (শনিবার) এক অনুষ্ঠানে নারীদের প্রতি কটূক্তি নিয়ে রাষ্ট্র আইসিটি আইনে মুরাদের বিরুদ্ধে কোনো মামলা করবে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘কেউ সংক্ষুব্ধ হলে তাঁর অধিকার রয়েছে মামলা করার।’ তিনি বলেন, ‘রাষ্ট্র মামলা করবে কেন? রাষ্ট্র তো সংক্ষুব্ধ নয়।’ পৃথক আরেকটি অনুষ্ঠানে মুরাদ হাসান এখন কোথায় আছেন তা জানেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha