আজকের তারিখ : এপ্রিল ২৩, ২০২৫, ৩:১৪ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ১২, ২০২১, ৬:৩৩ পি.এম
বোয়ালমারীতে রাষ্ট্রদূতের মায়ের বিরুদ্ধে বিএনপি নেতার পক্ষে ভোট প্রার্থনার অভিযোগ

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নে বিএনপি নেতার পক্ষে এক রাষ্ট্রদূতের মায়ের ভোট প্রর্থনার অভিযোগ পাওয়া গেছে। তিনি ইউনিয়নের কাদিরদী গ্রামের নিজ বাড়িতে শনিবার রাতে সমাবেশ করে ওই নেতার পক্ষে ভোট প্রার্থনা করেন। জানা যায়, সাবেক অধ্যাপক রাবেয়া খানম নিজ বাড়িতে শনিবার রাতে সমাবেশ করে সাতৈর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রাফিউল আলম মিন্টুর পক্ষে ভোট প্রার্থনা করেন।
মিন্টুকে পাশে রেখে তিনি উপস্থিত সকলের নিকট ভোট চান। তখন সকলে হাত তুলে তাকে সমর্থন জানান। অধ্যাপক রাবেয়া খানমের ছেলে খন্দকার মো. তালহা ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত আছেন। মো. তালহা গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব পদে কর্মরত।
সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং নৌকার প্রার্থী মো. মুজিবর রহমান অভিযোগ করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. তালহার মা রাবেয়া খানম ঢাকা থেকে বাড়ি এসে চশমা মার্কার প্রার্থী বিএনপি নেতার পক্ষে সভা সমাবেশ করে ভোট চাচ্ছেন।
তিনি প্রশ্ন করেন, বাংলাদেশ সরকারের একজন কর্মকর্তার মা কি সরকার দলীয় প্রার্থীর বিপক্ষে ভোট চাইতে পারেন ? অধ্যাপক (অব.) রাবেয়া খানম অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি নৌকার বিপক্ষে কিছু বলেননি। বিএনপি নেতার পক্ষে সভা সমাবেশও করছেন না। তিনি বাড়িতে এসেছেন এ খবর শুনে এলাকার লোকজন তাঁর বাড়িতে ভিড় করছে। তাঁর সাথে দেখা করতে আসছে। তাঁদের পরিবারের একটা ঐতিহ্য আছে সেজন্য তিনি যখনই বাড়িতে আসেন লোকজন চলে আসে।
এ ছাড়া রাফিউল আলম মিন্টু তাঁর প্রতিবেশি। প্রতিবেশির প্রতি প্রতিবেশির একটা কর্তব্য আছে সে কর্তব্য থেকেই তিনি সবাইকে মিন্টুর প্রতি সুদৃষ্টি রাখার অনুরোধ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha