চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সদর রহনপুর মুক্ত দিবসের সুবর্ন জয়ন্তী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
রহনপুর মুক্ত দিবস উদযাপন কমিটির আয়োজনে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আকতার আলী খান কচি।
বক্তব্য রাখেন সাবেক সাংসদ জিয়াউর রহমান ও গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা,উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান।
উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ১১ ডিসেম্বর এ শহর পাক হানাদার মুক্ত হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।