আজকের তারিখ : জানুয়ারী ১২, ২০২৫, ৭:৫৪ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ৮, ২০২১, ৮:১৯ পি.এম
পাংশায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় বুধবার ৮ ডিসেম্বর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টার সময় পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস ও রাজবাড়ী টিটিসির অধ্যক্ষ ফাতেমা নারগিস প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক নিযুক্ত হয়ে বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট (বিএমইটি) জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনে পাংশা উপজেলায় একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ফলে অত্র এলাকায় বেকারত্ব দূরীকরণসহ মানুষের আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে।
মতবিনিময় সভায় প্রশিক্ষণ কেন্দ্রের ভবন নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করাসহ এ সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মতবিনিময় সভায় পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেন, রাজবাড়ীর গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মাহাফিজুর রহমান ও মুহাম্মাদ কবিরুল আলম, রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর সবুজ মিয়া, ব্যবসায়ী মোঃ তোফায়েল আহমেদ, আফসার বিশ্বাস, কবি মোল্লা মাজেদ ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। পাংশা উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha