আজকের তারিখ : জানুয়ারী ১৫, ২০২৫, ১০:২৫ পি.এম || প্রকাশকাল : ডিসেম্বর ৬, ২০২১, ৯:১৩ পি.এম
খোকসায় ৫ জন চেয়ারম্যান ও ২২ জন মেম্বার প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন
কুষ্টিয়ার খোকসায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন ও সাধারণ সদস্য পদে ২২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ ছিল মনোনয়নপত্র প্রত্যাহার এর শেষ দিন। দিন শেষে চেয়ারম্যান প্রার্থী ওসমানপুর ইউনিয়নের ১ জন, বেতবাড়ীয়া ইউনিয়নে ১জন, আমবাড়ি ইউনিয়নে ২ জন, গোপগ্রাম ১জন মোট পাঁচজন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
প্রার্থীরা হলেন ওসমানপুর ইউনিয়নের শরীফ হোসেন, বেতবাড়ীয়া ইউনিয়নে নুরুল আজম খান, আমবাড়ি ইউনিয়নে হাবিবুর রহমান ও আব্দুস সামাদ এবং গোপগ্রাম ইউনিয়নে আবুল কালাম তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। অপরদিকে বিভিন্ন ইউনিয়নে মোট ২২ জন ইউপি সাধারণ সদস্য তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
২৬ ডিসেম্বর নির্বাচনকে সামনে রেখে ৬ ডিসেম্বর প্রত্যাহারে দিন শেষে ৯টি ইউনিয়ন নির্বাচনে ৪০ জন চেয়ারম্যান, সাধারণ সদস্য পদে ২৮০ জন ও সংরক্ষিত আসনে সদস্য পদে ৯৬ প্রতিদ্বন্দিতা করবেন। এদিকে বেতবেড়িয়া ইউনিয়নের দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও নুরুল আজম খান প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বাবুল আখতার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha