কুষ্টিয়ার ভেড়ামারায় ৬ কেজি গাঁজাসহ লিমা বেগম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা।
মঙ্গলবার (৭ ডিসেম্বর ) দুপুরের দিকে ভেড়ামারা উপজেলার ফারাকপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় তার নিজ বসতঘর থেকে একটি ব্যাগে রাখা ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিদর্শক বেলাল হোসেন জানান, ভেড়ামারা উপজেলার ফারাকপুর গ্রামে আব্দুল হালিমের বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী লিমা বেগমকে আটক করতে সক্ষম হই। এসময় লিমা বেগমের স্বামী আব্দুল হালিম কৌশলে পালিয়ে যায়। তিনি জানান, তারা স্বামী স্ত্রী মিলে মাদকের ব্যবসা করতো।
আটককৃত গাঁজা ব্যবসায়ী লিমা বেগমের স্বামী আব্দুল হালিম (পলাতক)বিরুদ্ধে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ ৩৬(১) ২৯(ক) ও ৪১ ধারায় অনুযায়ি মামলা দায়ের করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।