আজকের তারিখ : এপ্রিল ২৩, ২০২৫, ১:০৩ পি.এম || প্রকাশকাল : ডিসেম্বর ৬, ২০২১, ৫:৫৯ পি.এম
ভেড়ামারায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিতাকে হাতুড়ি পিটা

কুষ্টিয়ার ভেড়ামারায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে সন্ত্রাসীরা হামলা চালায় মেয়ের পিতা গার্মেন্ট ব্যবসায়ী জহুরুল ইসলাম মিথুনের উপর । তাকে একা পেয়ে সন্ত্রাসীরা হাতুড়ি পিটা করে মারাত্বক রক্তাক্ত জখম করে। আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুত্বর আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তিকরা হয়েছে।
এলাকার চিহিৃত ইভটিজার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে গত ৫ ডিসেম্বর রোববার সন্ধ্যায় গার্মেন্ট ব্যবসায়ী জহুরুল ইসলাম মিথুন বাদী হয়ে ভেড়ামারা থানায় মামলা দায়ের করে। মামলা নং-৪, তারিখঃ ০৬/১২/২০২১৷ ধারা ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৫০৬ পি/সি ঘটনার বিবরণ থেকে জানা যায় আসামি উপজেলার ফারাকপুর গ্রামের রাতুল একজন ইভটিজার। সে বেশ কিছুদিন যাবত বাদী জহুরল ইসলাম মিথুনের মেয়েকে উত্যক্ত করে আসছিল।
বাদী ইভটিজিং এর প্রতিবাদ করলে গত ৫ ডিসেম্বর রোববার সন্ধ্যা অনুমান সাড়ে ৫টার সময়এজাহার নামীয় ইভটিজার রাতুল, রাফিন, রাজা এই ৩ জন আসামিসহ অজ্ঞাতনামা আরো ৬/৭ জন সন্ত্রাসীরা জহুরুল ইসলাম মিথুনের উপর হামলা করে। আসামীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। প্রাণ বাঁচাতে মিথুন চিৎকার দিলে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান বলেন, তাৎক্ষণিক বিষয়টি অবগত হওয়ার পর পুলিশ পাঠিয়ে পরিবেশ শান্ত করা হয়। এছাড়াও লেখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ভাবে মামলা রেকর্ড করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha