কুষ্টিয়ার খোকসায় উপজেলা হানদার মুক্ত দিবস নানা আয়োজনে পালিত হয়েছ।এ উপলক্ষে শনিবার মুক্তিযোদ্ধা সংসদ চত্বরের শহীদ মিনারে ও বঙ্গবন্ধুর মোড়ালে পুস্পমাল্য অর্পন ও জাতীয় পতাকা উত্তোলন মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।
আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তলন করেন উপজেলা নিবাহী অফিসার মেজবাহ উদ্দিন। পরে মুক্তিযোদ্বা সংসদ চত্বর থেকে উপজেলা নিবাহী অফিসার মেজবাহ উদ্দিন এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয় র্যালীটি শহর ঘুরে মুক্তিযোদ্বা সংসদ চত্বর এসে শেষ হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিয়োদ্বা কমান্ডের প্রশাসক ও উপজেলা নির্বাহী নিবাহী অফিসার মেজবাহ উদ্দিন ।
বিশেষ অতিথির হিসাবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, উপজেলা আওয়ামীরীগের সাধারণ সম্পাদক ও খোকসা পৌর মেয়র তারিকুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার ফজলুল হক, উপজেলা ভাইস চেয়ারমান সেলিম রেজা, স্বাস্থ ও প.প. কর্মকর্তা ডা: কমরুজ্জামান সোহেল, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আরিফুল আলম তশর ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবউন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান, সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা যুথী আক্তার, ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার মনজেল আলী, মুক্তিযোদ্ধাগন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও সুধীবৃন্দসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha