কুষ্টিয়ার দৌলতপুরে নৌকার পক্ষে ভোট করায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ ২জন আহত হয়েছেন। সোমবার (২৯ নভেম্বর) রাতে দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের বাহিরমাদী গ্রামে প্রতিপক্ষের হামলা ও গুলিতে মা ও ছেলে আহত হন। আহতদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।
আহতদের স্বজনরা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট করায় বিজয়ী চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল মান্নানের লোকজন ইউপি সদস্য রোকেয়া বেগমের বাড়িতে হামলায় চালায়।
এ সময় হামলাকারীরা ইউপি সদস্য রোকেয়া বেগম (৪০) কে ধারাল অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে জখম করে এবং তার ছেলে রব্বিকে লক্ষ্য করে পর পর ২ রাউন্ড গুলি করে। পরে আহত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
দৌলতপুর থানার নবাগত (ওসি) জাবেদ হাসান জানান, নির্বাচন সংক্রান্ত ঘটনায় ১ জন আহত হয়ে দৌলতপুর হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha