ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর কালী মন্দির পরিদর্শণ করেন জেলা প্রশাসক অতুল সরকার। তিনি গতকাল শুক্রবার (০৩.১২.২০২১খ্রি:) রাত ০৮ ঘটিকায় সরকারী ছুটির দিনে বোয়ালমারী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে রাজাপুরে অবস্থিথ কালী মিন্দরে আসেন।
কয়ড়া কালি বাড়ি মন্দির কমিটির সভাপতি, বিশিষ্ট্য ধর্মানুরাগী, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নেতা সুবাস সাহা জেলা প্রশাসক অতুল সরকারকে অভ্যর্থণা জানান। রাজাপুর পৌছে তিনি কালী মন্দিরে পূজা দেন এবং মন্দিরটি ঘুড়ে ঘুড়ে দেখেন।
জেলা প্রশাসক অতুল সরকার উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আপনারা নির্বিঘ্নে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে পালন করবেন। বর্তমান সরকার প্রধান জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন এবং থাকবেন।ধর্ম পালন করবেন নিজের মত যেখানে সবাই অংশ নিতে পারবেন, কোন প্রকার হিংসা-বিদ্বেষ এর সুযোগ নাই।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫