রাজবাড়ী জেলার পাংশা সরকারী কলেজে বুধবার ১ ডিসেম্বর পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাংশা সরকারী কলেজে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটি-২০২১ এর আহবায়ক আবু ছাইদ মোহাম্মাদ নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রকৌশলী মো. নূরুদ্দিন মোল্লা, পাংশা শাহ জূঁই (র.) কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ডক্টর মাওলানা মো. মাহাবুব হোসেন, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক একেএম শরিফুল মোরশেদ রনজুসহ শিক্ষক পরিষদের নবনির্বাচিত অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের প্রধানগণ, অন্যান্য প্রভাষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন পাংশা সরকারী কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মো. আব্দুল কুদ্দুস মোল্লা। জানা যায়, প্রথম পর্যায়ে ১২ই রবিউল আউয়াল দিবসটি পালনে ওইদিন পাংশা সরকারী কলেজ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
একই সাথে পর্যায়ক্রমে কেরাত, হামদ, নাত, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বুধবার ওইসব কর্মসূচির বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের কয়েকজন সৃজনশীল প্রভাষক হামদ ও নাত পরিবেশন করে সকলকে মুগ্ধ করেন। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha