পাবনার চাটমোহর থানা পুলিশ মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলো উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের মজিবর রহমান আজুর ছেলে চাঁদ আলী (৩০) ও একই গ্রামের আজিম উদ্দিনের জামাতা, আটঘরিয়া উপজেলার বেরুয়ান মিয়াপাড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে রমজান আলী (৩০)।
গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে এসআই মইনুল হোসেন, এসআই মমিন এবং এএসআই মুস্তাফিজ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর পিসিডি অফিসের সামনে থেকে তাদেরকে আটক করেন। এসময় তাদের কাছে থাকা ৪০০ পিস ইয়াবা ও মাদকদ্রব্য পরিবহণের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেনের ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতরা চিহ্নিত মাদকদ্রব্য ব্যবসায়ী। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha