পাবনায় চাটমোহর প্রিমিয়ার লীগ (সিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টূর্নামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে চাটমোহর সরকারি কলেজ মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে টূর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় হরিপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মকবুল হোসেন, গুনাইগাছা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রজব আলী বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী সাহা ট্রেডিং কর্পোরেশনের স্বত্বাধিকারী বিকাশ সাহা, কৃষকলীগ নেতা সালাহউদ্দিন ফিরোজ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব কুমার বিশ্বাস রাজু, ছাত্রলীগ নেতা ওয়াহেদ বকুল, চাটমোহর ক্রিকেট একাডেমীর সাধারণ সম্পাদক ফজলুল হক কালু, সাংবাদিক শাহীন রহমান উপস্থিত ছিলেন।
চাটমোহর ক্রিকেট একাডেমীর আয়োজনে লীগ ভিত্তিক এই টূর্নামেন্টে অংশ নিচ্ছে স্থানীয় পাঁচটি দল।
উদ্বোধনী খেলায় শাহ ট্রেডিং কর্পোরেশন এক্সপ্রেস ৫৩ রানে দোলং ডাইনামাইটকে পরাজিত করে শুভ সূচনা করে। ৩২ রান ও ১ উইকেট নিয়ে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয় শাহ ট্রেডিং কর্পোরেশন এক্সপ্রেস এর রাতুল।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha