আজকের তারিখ : জানুয়ারী ১৫, ২০২৫, ১০:০১ পি.এম || প্রকাশকাল : ডিসেম্বর ১, ২০২১, ৭:৩৯ পি.এম
খোকসা শোমসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ২ টি পরিবার
কুষ্টিয়ার খোকসার শোমসপুর ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ২ টি পরিবার। এলাকাবাসী ও খোকসা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় বুধবার আনুমানিক বিকাল ৪ টার দিকে রবিউলের ঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে রবিউল ও মিনুর বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে যায় চারটি থাকার ঘর ও একটি গোয়াল ঘর।
ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সুত্রপাত ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সবকয়টি ঘর আগুনে পুড়ে নিঃস্ব হয়ে যায় রহিম ওরফে রবিউল ও মিনু। ক্ষতির পরিমাণ প্রায় তিন লক্ষ টাকা।
রহিম ওরফে রবিউল (৫০) উপজেলার শোমসপুর গ্রামের মৃত ছলেমান খা’র ছেলে ও মিনু একই গ্রামের সোহেল ভান্ডারীর এর স্ত্রী। রহিম ও মিনুর ৪ টি বসত ঘর ১ টি গোয়াল ঘরসহ সবকিছু আগুনে পুড়ে নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। এলাকাবাসীর দাবির এই মুহূর্তে সরকারি সাহায্যের প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha