ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় গত ২৮ নভেম্বর তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন-৩ নং চরভদ্রাসন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মোঃ আজাদ খান। তিনি মোটর সাইকেল প্রতীকে ৫৭৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এর নিকটতম প্রতিদ্বন্দ্বি মাহফুজুর রহমান মুরাদ আনারস প্রতীকে ৫১৭৪ ভোট পেয়েছেন।
উপজেলার ৪ নং গাজীরটেক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ ইয়াকুব আলী মোটর সাইকেল প্রতীকে ৪৫৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ ফরহাদ হোসেন চশমা প্রতীকে ৪৩৭৮ ভোট পেয়েছেন।
এছাড়া উপজেলার ১ নং চর হরিরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ জাহাঙ্গীর কবির টেবিলফ্যান প্রতীকে ১৯৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ ফরিদ মোল্যা ঢোল প্রতীকে ১৪৬৭ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, “ উপজেলার ২ নং চরঝাউকান্দা আরেকটি ইউনিয়নে সীমানা বিরোধ থাকার কারনে আপাতত নির্বাচন অনুষ্ঠান বন্ধ রয়েছে। বিরোধ নিষ্পত্তির পর উক্ত ইউনিয়নে পরবর্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে”।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha