মাগুরা শালিখা উপজেলার ইউনিয়ন পরিষদের ৭ (ইউপি) নির্বাচন সম্পর্ন হয়েছে। ২৮ নভেম্বর সকাল ৮টা হইতে শুরু হওয়া ভোট গ্রহণ বিরামহীন ভাবে বিকাল ৪টা পর্জন্ত চলে।পরে শুরু হয় ভোট গননা একে একে আসতে শুরু হয় ভোট কেন্দ্রের ফলাফল।
শালিখা উপজেলায় ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ৫(জন) বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন ১(জন) স্বতন্ত্র প্রার্থী ও ১(জন) বিদ্রোহী।
শালিখার ইউপি নির্বাচনে বেসরকারি ভাবে বিজয়ী হলেন যারাঃ ৪নং শতখালী ইউনিয়ন মোঃ আনোয়ার হোসেন ঝন্টু ১নং ধনেশ্বরগাতী ইউনিয়ন শ্রী বিমলেন্দু শিকদার ২নং তালখড়ী ইউনিয়ন মোঃসিরাজ উদ্দিন মন্ডল ৬নং বুনাগাতী ইউনিয়ন মোঃবক্তিয়ার লস্কার ৭নং গঙ্গারামপুর ইউনিয়ন মোঃআব্দুল হালিম, বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।এবং স্বতন্ত্র প্রার্থী ৫নং শালিখা ইউনিয়ন মোঃহুসাইন শিকদার ঘোড়া প্রতীকে ও ৩নং আড়পাড়া ইউনিয়ন মোঃ আরজ আলী চশমা প্রতীকে বিদ্রোহী প্রার্থী হয়ে বিজয় অর্জন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।