আজকের তারিখ : জানুয়ারী ১২, ২০২৫, ৮:০২ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ২৯, ২০২১, ৮:২১ পি.এম
পাংশায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ শুরু
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর, হাবাসপুর, যশাই, মাছপাড়া, বাবুপাড়া, মৌরাট, পাট্টা, শরিষা, কলিমহর ও কসবামাজাইল ১০টি ইউপিতে আগামী বছরের ৫ জানুয়ারী ইউপি নির্বাচনের ভোট গ্রহণ হবে।
এ লক্ষ্যে গত ২৭ নভেম্বর ৫ম ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৭ ডিসেম্বর। এ লক্ষ্যে সোমবার ২৯ নভেম্বর থেকে পাংশার বিভিন্ন ইউপির সম্ভাব্য চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার ও সাধারণ ওয়ার্ডের মেম্বার প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন।
জানা যায়, উৎসবমূখর পরিবেশে চেয়ারম্যান-মেম্বার প্রার্থীরা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। সোমবার ১জন চেয়ারম্যান প্রার্থীসহ ১২জন ইউপি মেম্বার প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পাংশা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আ. আলিম এ তথ্য নিশ্চিত করে বলেন, তিনি নিজে বাহাদুরপুর ও হাবাসপুর ইউপির রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন।
এছাড়া পাংশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন যশাই ও মাছপাড়া ইউপি, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মারফুদ-উল ইসলাম কলিমহর ও কসবামাজাইল ইউপি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস বাবুপাড়া ও শরিষা ইউপির এবং পরিসংখ্যান কর্মকর্তা মাহাবুব হোসেন পাট্টা ও মৌরাট ইউপির রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন। অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান নির্বাচন কর্মকর্তা মো. আ. আলিম।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha