চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দশ ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ৬০জন। এর মধ্যে ঘোষপুর ইউনিয়নে ৩, ময়না ইউনিয়নে ১০, চতুল ইউনিয়নে ৬, গুনবহা ইউনিয়নে ৫, শেখর ইউনিয়নে ৩, বোয়ালমারী সদর ইউনয়নে ৭, পরমেশ্বরদী ইউনিয়নে ৬, দাদপুর ইউনিয়নে ৯, রূপাপাত ইউনিয়নে ৫ এবং সাতৈর ইউনিয়নে ৬জন।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্তু মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে চেয়ারম্যান পদে ৬০জন, সাধারন সদস্য ৩৬৬জন এবং সংরক্ষিত মহিলা ১২৭জন সদস্যরা মনোনয়ন পত্র জমা দেন।
অপরদিকে আলফাডাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়নে একই সাথে নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার বানা ইউনিয়নে ৯জন, পাঁচুড়িয়া ইউনিয়নে ৫জন ও টগরবন্দ ইউনিয়নে ৭জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন। এ উপজেলা চেয়ারম্যান পদে ২১জন, সাধারণ সদস্য পদে ১০১জন ও সংরক্ষিত সদস্য পদে ৩৮জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
প্রসঙ্গত, গত ১০ নভেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বাছাই ২৯ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha