রাজবাড়ী জেলার পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদের স্থগিতকৃত যুগ্ম সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ দু’টি পদে পুনঃ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৮ নভেম্বর শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শিব শঙ্কর চক্রবর্তী ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এ.কে.এম মনোয়ারুল ইসলাম ২২ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তৈয়েবুর রহমান ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার প্রতিদ্বন্দ্বী মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক তোফাজ্জেল হোসেন ২১ ভোট পেয়েছেন। এর আগে পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন-২০২১ গত ১১ নভেম্বর শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এ.কে.এম শরিফুল মোরশেদ রনজু, সাংস্কৃতিক সম্পাদক পদে ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মঞ্জুরুল ইসলাম ও ক্রীড়া সম্পাদক পদে গণিত বিভাগের প্রধান কে.এম বিল্লাহ খান (বিনা প্রতিদ্বন্দ্বীতায়) নির্বাচিত হন।
ওই নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শিব শঙ্কর চক্রবর্তী ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এ.কে.এম মনোয়ারুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক তোফাজ্জেল হোসেন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তৈয়েবুর রহমান প্রত্যেকে ২৬ ভোট করে পান।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মো. সহিদুর রহমান এবং নির্বাচন কমিশনার হিসেবে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. শরিফুল ইসলাম ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক খালেদা খাতুন দায়িত্ব পালন করেন। নির্বাচনে সার্বিক তত্ত্বাবাধান করেন পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন। অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন ভোট প্রদানে বিরত থাকেন।
উল্লেখ্যঃ পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদের এডহক কমিটির সাধারণ সম্পাদক হিসেবে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ফরিদা ইয়াসমিন চলতি বছরের ১জুন থেকে দায়িত্ব পালন করছেন। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। ফরিদা ইয়াসমিন নতুন বছরে নির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha