আসছে ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসনে প্রার্থীদের সাথে নির্বাচনি আচরন বিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সারে ১২টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তানিজিলা কবির ত্রপা এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার,বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম সেবা ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ হাবিবুর রহমান।এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম,চেয়ারম্যান প্রার্থী আবুল খায়ের,মোঃআমির হোসেন খান ও আহসানুল হক মামুন প্রমুখ।
উপজেলা মতস্য কর্মকর্তা এসএম মাহমুদুল হাসান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোঃ জিল্লুর রহমান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুল ইসলাম।বক্তারা আসছে ২৮ নভেম্বর অত্র উপজেলায় অবাধ সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষ একটি নির্বাচন সম্পন্ন করার লক্ষে সকল প্রার্থীকে নির্বাচনি সকল আচরন বিধি মেনে চলার জন্য অনুরোধ জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha