বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে হিজড়াদের অংশগ্রহণে কুষ্টিয়ার ভেড়ামারায় তিন দিন ব্যাপী মিলন মেলা আয়োজন করা হয়। মঙ্গলবার সন্ধ্যা থেকে এ মিলন মেলার কার্যক্রম শুরু হয়। ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় সারা দেশ থেকে প্রায় ৪০০ জন হিজড়া উপস্থিত হয়েছিলো। এর মধ্যে পশ্চিমবঙ্গ ও আসাম থেকে ৫০ জন হিজড়াদের প্রতিনিধি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ১৬নভেম্বর মঙ্গলবার থেকে শুরু হওয়া মিলন মেলা ১৮ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে শেষ হয়।
মিলন মেলার মূল আলোচ্য বিষয়ের মধ্যে ছিল হিজরাদের দায়িত্ব বণ্টন ও সালিস বৈঠক। এছাড়াও ছিল নিজেদের শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।
জানা গেছে, বাংলাদেশ ও ভারতের হিজড়াদের এ মিলন মেলায় নেতৃত্ব দেয় অলিভিয়া তিনি হিজড়া সম্প্রদয়ের গুরুমার দায়িত্বে ছিলেন।
অনুষ্ঠিত সভায় বিগত দিনের কে কী অপরাধ করেছেন তার সালিস এবং নতুন করে দায়িত্ব বণ্টন বিষয় আলোকপাত করেন।
ভেড়ামারার দায়িত্ব পালনকারী অলিভিয়ার গুরু মহুয়া হিজরা বলেন, ভারত ও বাংলাদেশের সব হিজড়াকে নিয়ে এ মিলন মেলা ঢাকায় না হয়ে এবার ভেড়ামারাতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় অদক্ষতা ও অনিয়ম দুর্নীতি নিয়ে আলোচনা এবং এর পরিপ্রেক্ষিতে সালিস। সব শেষে নতুন করে আবার দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়। সভায় নেতৃত্ব দেয় বাংলাদেশের মেয়ে কলকাতায় বসবাসকারী আমার শিষ্য অলিভিয়া। সে বাংলাদেশ-ভারত হিজড়াদের সভাপতির দায়িত্ব পালন করছে বলে তিনি জানান।
বাংলাদেশ ও ভারত হিজড়া সম্প্রদায়ের সভাপতি অলিভিয়া বলেন, এ সম্মেলনে হিজড়াদের সমস্যা, জীবনধারণ, কর্ম, দায়িত্ব বণ্টন ও সালিস নিয়েই আমাদের এ সভা । প্রতি বছরই অনুষ্ঠিত হয়। এ ছাড়াও বছরের একটি বার সবাই একত্র হওয়া মূল উদ্দেশ্য। মিলন মেলায় সবার সাথে সবার দেখা হয় এবং সবারই ভালো লাগে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha