আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ১২:০০ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ১৬, ২০২১, ৩:৫৪ পি.এম
শালিখায় তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক

মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে শালিখায় উন্মুক্ত বৈঠক। মঙ্গলবার ১৬ নভেম্বর দুপুর ২ টার সময় শালিখা উপজেলার সেওজগাতি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক জনাব মোঃ তৈয়ব আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াসুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনিছুর রহমান, প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাস ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন।
উন্মুক্ত বৈঠকে সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ড, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, এসডিজি, বাল্যবিবাহ রোধ, মানবসম্পদ উন্নয়ন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। অনুষ্ঠানে ৫০ জন নারী পুরুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha