ফরিদপুরের বোয়ালমারীতে ব্যবসায়ীকে অঙ্গহানি করে টাকা নেয়ার অভিযোগ উঠেছে। ৬ নভেম্বর শনিবার রাতে আল-আমীন (২৬) নামের এক ক্রোকারিজ ও ইলেকট্রনিক ব্যবসায়ীকে তার মোটরসাইকেল গতিরোধ করে তাকে মারধর করে টাকা ছিনিয়ে নেয়। ওই ভুক্তভোগী ব্যবসায়ী এ নিয়ে১৪ নভেম্বর রোববার থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ৫।
ওই ব্যবসায়ীর বাড়ি ঘোষপুর ইউনিয়নের ঘোষপুর গ্রামের। তিনি সাতৈর বাজারে টিভি ফ্রিজ, ক্রোকারিজের পাইকারী ও খুচরা ব্যবসা করে। তিনি সাংবাদিকদের বলেন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বাজারের বিভিন্ন দোকান থেকে বাকি টাকা ১লাখ ৯৫ হাজার টাকা কালেশন করে আসার পথে বোয়ালমারী উপজেলার ঠাকুরপুর বাজারের পাশে শুকুর শেখের ইট ভাটার কাছে ফাঁকা রাস্তার উপর ৫-৬ জনের সন্ত্রাসী বাহিনীর মোটরসাইকেল গতিরোধ করে। পরে তার কাছে থাকা টাকা নেয়ার জন্য সন্ত্রাসী বাহিনীরা ওই ব্যবসায়ী ও সাথে থাকা তার বন্ধু এস এম রাকিবুল হোসেন সৈকতকে মারপিট করে ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এবং ওই ব্যবসায়ীকে মাথায় আঘাত করে। এতে তার মুখ ও বাম কান দিয়ে রক্ত বের হয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল হসপিটালের রেফার্ড করা হয়। সেখানে গিয়ে এক্সরে করলে দেখা যায় বাম কানের পর্দা ছিদ্র হয়ে গেছে। পরে ওই ব্যবসায়ী উন্নত চিকিৎসার জন্য ঢাকা উত্তর বাড্ডা ফরাজী হসপিটালে নাক কান গলা বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ শামীম বিন সাঈদ-এর কাছ থেকে পরামর্শ নেয়। ওই ব্যবসায়ীর দীর্ঘদিন যাবত ওষুধ খেতে হবে। তবে ওই ব্যবসায়ী বাম কানের শ্রবন শক্তি হারিয়ে ফেলেছে।
ওই ব্যবসায়ী সন্ত্রাসী বাহিনীর দু জন কে সনাক্তকরণ করতে পেরেছে বলে জানান । তারা হলো, বোয়ালমারী কামারগ্রামের গিয়াসউদ্দিন মৃধার ছেলে রুবেল মৃধা (৩২) ও একই উপজেলার দক্ষিণ কামারগ্রামের আলিম শিকদারের ছেলে আকাশ শিকদার (২৮)।
এ বিষয়ে বোয়ালমারী থানার উপ পরিদর্শক মুহাম্মাদ আক্কাস আলী শেখ বলেন, আল আমিন নামের একজন ভুক্তভোগী ব্যবসায়ী এ বিষয়ে মামলা দায়ের করেছেন। আসামীদের দ্রুত গ্রেফতার করার জন্য আমরা তৎপর চালিয়ে যাচ্ছি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha