ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) উদ্ভাবিত মাসকলাইয়ের উন্নত ও উচ্চ ফলনশীল জাত বিনামাষ-২ প্রচার ও সম্প্রসারণের লক্ষে কৃষকদের নিয়ে মাঠ দিবস করেছে সংস্থাটি।
এ উপলক্ষে বিনা এর ফলিত গবেষণা ও সম্প্রসারণ বিভাগ এবং ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৫ নভেম্বর সোমবার বিকাল ৪ ঘটিকায় উপজেলার গুনবহা ফুলতলা ঈদগাহ মাঠে এক আলোচনা সভা ও মাঠ পরিদর্শনের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) মহা-পরিচালক ড. মীর্জা মোফাজ্জল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাসকলাই ডাল, আমীষ, প্রোটিন ও ভিটামিন বি-এ সমৃদ্ধ, যা মানুষের শরীরের বলবর্ধক ও প্রোটিন এর যোগানদাতা। এতে রয়েছে প্রচুর লৌহ বা আয়রণ যা মানুষের শরীর বৃদ্ধি ও বলবর্ধক হিসেবে পরিচিত। এছাড়াও এর পটাশিয়াম রক্তে সোডিয়ামের মাত্র নিয়ন্ত্রণ রেখে হৃদযন্ত্র ভাল রাখে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমনকি ডায়াবেটিস নিয়ন্ত্রন রেখে। বিনা গবেষণা করে উচ্চ ফলনশীল বিনামাষ-২ উদ্ভাবন করেছে। যা চাষে কৃষকরা লাভবান হবে।
বিনা উপকেন্দ্র গোপালগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা, এসও মো. রবিউল ইসলাম আকন্দের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিনা এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুনজুরুল আলম মন্ডল, বোয়ালমারী উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ প্রীতম কুমার হোড়, কৃষি উদ্যোক্তা মো. মাতিনুর রহমান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, বিনা ময়মনসিংহ এর এসও শ.ম. আব্দুল আলীম। আলোচনা শেষে কৃষকদের নিয়ে মাঠ পরিদর্শন করেন কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha