আটককৃতরা হলো, উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরভবানীপুর গ্রামের হাবিবুর রহমানের দুই ছেলে ইকবাল হোসেন (৩৭) ও মান্নু ব্যাপারী (৩৫)।
জেলা গোয়েন্দো পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরভবানীপুর গ্রামে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। সেখানে নিজ বাড়ি থেকে উল্লেখিত দু’জনকে আটক ও তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, পিস্তলের চার রাউন্ড গুলি এবং দু’টি দেশী ওয়ান শূট্যারগান ও সাত রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।
এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আটককৃতদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের ওসি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha