আজকের তারিখ : ডিসেম্বর ২২, ২০২৪, ১১:৪৭ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ১৪, ২০২১, ৩:৩৭ পি.এম
চাটমোহরে স্বতন্ত্র প্রার্থীর মাইক ও অটোভ্যান ভাঙচুরের অভিযোগ
পাবনার চাটমোহরে ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারনা শুরু হতে না হতেই উত্তপ্ত হয়ে উঠছে নির্বাচনী মাঠ। উপজেলার গুনাইগাছা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর প্রচারনায় বাধাদানসহ প্রচার মাইক ও প্রচারকাজে ব্যবহৃত অটোভ্যান ভাঙচুর করার অভিযোগ উঠেছে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর বিরুদ্ধে।
শনিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে ওই ইউনিয়নে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী রজব আলী বাবলুর (আনারস প্রতীক) প্রচার মাইক নতুনপাড়া গ্রামে প্রচারে যায়।
তার প্রচার মাইক ওই গ্রামের জামে মসজিদের কাছে পৌছালে নৌকার প্রার্থী মোঃ নুরুল ইসলামের ছেলে ও তার সহযোগি প্রচারে বাধা দেন। এক পর্যায়ে প্রচার কাজে ব্যবহৃত অটোভ্যান ভাঙচুর করে মাইকের তার ছিঁড়ে পাশের পুকুরে ফেলা হয় বলে অভিযোগ। এসময় প্রচারম্যান আরিফ হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনার পর শনিবার সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী মোঃ রজব আলী বাবলু চাটমোহর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে আওয়ামী লীগ প্রার্থী মোঃ নুরুল ইসলাম জানান, মাইক ও অটোভ্যান ভাঙচুরের অভিযোগ সত্য নয়। কোন প্রার্থীর প্রচারনায় বাধা দেওয়া হয়নি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha