কুষ্টিয়ার ভেড়ামারায় যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লেগে তানভীর আহম্মেদ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১৪ নভেম্বর) সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।
তানভীর কুষ্টিয়ার ভেড়ামারা পৌর এলাকার মধ্যবাজার গালস স্কুল পাড়ার ইকবাল হোসেনের ছেলে। তিনি ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক কেন্দ্রে ইঞ্জিনিয়ার পদে চাকরি করতেন।
ভেড়ামারা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, সকালে মোটরসাইকেলে করে রূপপুর যাচ্ছিলেন তানভীর আহম্মেদ। পথে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের যাত্রী ছাউনির সামনে পৌঁছালে রাজশাহী থেকে কুষ্টিয়াগামী ফুলঝুড়ি পরিবহনের যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তানভীরের মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫