ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়নের প্রায় ১৯ গ্রামের লোকজন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে সদর ইউনিয়নের বেজিডাঙ্গা গ্রামের মোহাম্মাদ মনিরুজ্জামান মাসুদ মাষ্টারের বাড়িতে সমাজসেবক সাবেক ইউপি সদস্য হাজী রতন খানের সভাপতিত্বে এবং বেজিডাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মাদ মনিরুজ্জামান মাসুদের পরিচালনায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান একেএম আহাদুল হাসান আহাদ।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শরিফুল ইসলাম, আলিম শেখ, মো.রফিক তালুকদার, সাবেক ইউপি সদস্য আবু বক্কার সিদ্দিক, সমাজসেবক মিলন মৃধা ও লেবাস সোয়েটার ইন্ডাস্ট্রিজ পরিচালক সমাজসেবক মোঃতাজমুল ইসলাম তুহিনপ্রমুখ।
সভাপতি রনত খান বলেন, এলাকায় আমরা এখন থেকে মারামারি হানাহানি করবো না। আমরা চার ভাই এ মিটিংএ এসেছি আগে অন্য দল করলেও এখন আহাদ চেয়ারম্যানের নেতৃত্বে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী তুহিন চেয়ারম্যানের নেতৃত্বে আজীবন কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথি আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আহাদুল হাসান আহাদ বলেন, আমার ইউনিয়নের ১৯টি গ্রামের অনেক লোক এখানে উপস্থিত হয়েছি। আপনারা অনেক সময় একে অপরের সাথে গোন্ডগোল করেন। সেটা দেখে বর্তমান প্রজন্ম ভালো কিছু শিক্ষা পাচ্ছে না। গ্রামের হানাহানি ভুলে গিয়ে ছেলে মেয়েদের স্কুল কলেজে পাঠান সঠিক শিক্ষা দেন ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন তাহলে আপানার মুখ উজ্জ্বল হবে। এলাকার মানুষদে গোন্ডগোল করা থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha