আসছে ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২০ জন প্রার্থী ও সংরক্ষিত আসনের মহিলা সদস্য ৪০ জন ও সাধারন সদস্য ৯২জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছেন উপজেলা নির্বাচন অফিস।
১২ নভেম্বর শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সকল প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলেদেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা ও উপজেলা রিটার্নিং অফিসার মোঃ সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম ও সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ।
উপজেলার ৩নং চরভদ্রাসন সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী থানা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ খোকন মোল্যা পেয়েছেন নৌকা প্রতীক, এই ইউনিয়নে চেয়ারম্যান পদে দুইজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এদের মধ্যে উপজেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃআজাদ খান পেয়েছেন মোটর সাইকেল প্রতীক, থানা যুবলীগের সভাপতি মাহফুুজুর রহমান মুরাদ পেয়েছেন আনারস প্রতীক, সতন্ত্র প্রার্থী হিসেবে আবুল খায়ের পেয়েছেন ঘোড়া প্রতীক, মোঃসাজ্জাদ হোসেন টেলিফোন প্রতীক ও মোঃসালাউদ্দিন পেয়েছেন টেবিল ফ্যান প্রতীক।
উপজেলার ৪নং গারিরটেক ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনিত প্রার্থী উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আহসানুল হক মামুন পেয়েছেন নৌকা প্রতীক, সতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃইয়াকুব আলী পেয়েছেন মটর সাইকেল প্রতীক, মোঃআয়নাল হক পেয়েছেন টেলিফোন প্রতীক, মোঃফরহাদ হোসেন পয়েছেন চশমা প্রতীক ও সৈয়দ নিজাম উদ্দিন আহমেদ পেয়েছেন আনারস প্রতীক।
এ ছাড়া ১ নং চরহরিরামপুর ইউনিয়নে আ’লীগ মনোনিত প্রার্থী মোঃ কবির হোসেন খান পেয়েছেন নৌকা প্রতীক,সতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ আমির হোসেন খান পেয়েছেন চশমা প্রতীক, মোঃ জাহাঙ্গীর কবীর পেয়েছেন টেবিল ফ্যান প্রতীক, মোঃ রফিকুল ইসলাম পেয়েছেন আনারস প্রতীক, ফরিদ মোল্যা পেয়েছেন ঢোল প্রতীক, জুলহাস সিকদার টেলিফোন প্রতীক, মহাম্মদ আলী মটর সাইকেল প্রতীক, শেখ আলম অটোরিক্সা প্রতীক ও মোঃ মোনায়েম খান পেয়েছেন ঘোড়া প্রতীক।
একইদিন চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সাধারন সদস্যরে মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন করা হয়েছে বলে জানায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫