চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে ভটভটি উল্টে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে যাতাহারা – আক্কেলপুর সড়কের তেঘরিয়া এলাকায এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামের তাজের আলীর ছেলে বাদল(৩৫)।
গোমস্তাপুর থানার অফিসার ইনআার্জ দিলীপ কুমার দাস জানান, শুকবার বিকেলে রাধানগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মতিউর রহমানকে বেগপুর গ্রামের লোকজন স্বাগত জানাতে তাঁর বাড়ীর উদ্দেশ্য যাওয়ার সময় পথিমধ্যে তেঘরিয়া এলাকায় ভটভটিটি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়।
এতে ভটভটিতে থাকা একজন নিহত ও প্রায় ১৫ জন লোক আহত হয়। গোমস্তাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।