ফরিদপুরের সালথায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮ থেকে ভোটগ্রহন শুরু হয়েছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই ভোটাদের উপস্থিত রয়েছে ব্যাপক।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকার ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি। উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৭৬টি কেন্দ্রে ৩৫৮টি কক্ষে ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ২৯ হাজার ৬শত ৭৫ জন ।
এর মধ্যে পুরুষ ভোটার ৬৭ হাজার ৬৬জন এবং নারী ভোটার ৬২ হাজার ৬শত ৯জন। চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে রয়েছেন ৪৯জন।
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক ৮জন, স্বতন্ত্র প্রার্থী ৩৮জন, জাকের পার্টি মনোনীত ৩জন গোলাপ ফুল প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন। সাধারণ সদস্য পদে ভোট যুদ্ধে ২৪৩জন, এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৪জন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha