আজকের তারিখ : জানুয়ারী ১২, ২০২৫, ৪:২১ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ১১, ২০২১, ৬:৪৭ পি.এম
পাংশায় এসএসসি পরীক্ষা-২০২১ উপলক্ষে কক্ষ পরিদর্শকদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা
রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় বৃহস্পতিবার ১১ নভেম্বর দুপুরে এসএসসি পরীক্ষা-২০২১ উপলক্ষে কক্ষ পরিদর্শকদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাংশা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মাদ আলী।
অনুষ্ঠানে পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, পাংশা মডেল থানার এসআই হুমায়ুন রেজা, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদ খাতুন, মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফুরা খাতুন ও পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্তনা দাস প্রমূখ বক্তব্য রাখেন।
উপস্থাপনা করেন উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম। অনুষ্ঠানে পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র-২০২১ এর কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক ও সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নতুন নিয়মে অনুষ্ঠিতব্য আসন্ন এসএসসি পরীক্ষা-২০২১ শান্তিপূর্ণ পরিবেশে পরিচালনায় গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha