আজকের তারিখ : ডিসেম্বর ২৩, ২০২৪, ৪:২১ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ১১, ২০২১, ৯:২৩ পি.এম
চাটমোহরে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন
রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন,বিএনপি-জামাতের নেতৃত্বে এখনো দেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকতে হবে। আপনারা শেখ হাসিনার সাথে,তার উন্নয়ন ধারার সাথে,অগ্রগতির সাথে থাকবেন। বঙ্গবন্ধুর রাজনীতি ছিল জনকল্যানের ,তার কন্যা জননেত্রী শেখ হাসিনার রাজনীতিও জনকল্যাণের জন্য। সাধারণ মানুষের কল্যাণ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমরা তার নেতৃত্বে কাজ করছি।
তিনি আরো বলেছেন,রেলপথের আধুনিকায়নের জন্য আমরা প্রকল্প গ্রহণ করেছি। যাত্রীদের সকল সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে মুজিববর্ষ উপলক্ষে পাবনার চাটমোহর রেলস্টেশন প্লাটফরমে যাত্রী সুবিধা বৃদ্ধির লক্ষে স্টেশন আধুনিকায়ন কাজের উদ্বোধনকালে
মন্ত্রী এ কথাগুলো বলেন।
রেলওয়ের মহাপরিচালক ডি এন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা ৩ আসনের সংসদ সদস্য মোঃ মকবুল হোসেন এমপি ও রেলমন্ত্রনালয়ের সচিব মোঃ সেলিম রেজা।
এসময় রেলওয়ে বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা,পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ হামিদ মাস্টার, পৌরসভার মেয়র এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকসহ অন্যান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বৃহস্পতিবার চাটমোহর রেলস্টেশন,ভাঙ্গুড়ার বড়ালব্রিজ রেলস্টেশনসহ ১৪টি রেলস্টেশনের উন্নয়ন ও ভিত্তিফলক উন্মোচন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha